নেত্রকোনা জেলার দূর্গাপুরে আসাবিক বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এলাকাবাসী কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে মেঝেতে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
নিহতরা হলেন- উপজেলার মধ্যবাজারের সুবর্ণা বস্ত্র বিতাণের মালিক অরুণ কুমার সাহা (৬০) ও তার স্ত্রী সবিতা সাহা (৫৫)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ঘটনাস্থালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির সময় বাধার দেওয়ায় দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব