কক্সবাজারের রামুতে সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্স আটকে সাবেক ইউপি সদস্য তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে উপজেলার ঈদগড় ঢালায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নংম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবু তৈয়ব। বাকি দু'জন হলেন- আবু বক্কর ও শাহ আলম।
রামু থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে তারা রোগী নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব