সিরাজগঞ্জের রায়গঞ্জে মসজিদের টাকার হিসাব নেয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আয়মনা খাতুন (৬০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৭জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের জয়েনপুর পূর্বপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত আয়মনা ওই গ্রামের কুড়ান মন্ডলের স্ত্রী ছিলেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস স্থানীদের বরাদ দিয়ে জানান, জয়েনপুর গ্রামের কুড়ান মন্ডলের ছেলে ওয়ায়েজ করনী স্থানীয় একটি মসজিদের ক্যাশিয়ার ছিলেন। মসজিদের হিসাব নিয়ে বৃহস্পতিবার রাতে গ্রামের মাতব্বর হযরত আলীর বাড়ীতে বৈঠক বসে। বৈঠকে কথা ৯ হাজার টাকার হিসাব নিয়ে কাটাকাটির এক পর্যায়ে হযরত আলী, তার ভাই আবুল কাশেম ও শামছুলসহ বেশ কয়েকজন ওয়ায়েজ করনীর উপর হামলা চালালে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়মনা ঘটনাস্থলেই মারা যায় এবং আয়মনার ছেলে ওয়াজ করনী, আলী হাসানের ছেলে আব্দুল মমিন, আলী হাসান, খইমুদ্দিনের ছেলে মোন্নাফ আলী, আলী হাসানের স্ত্রী মনোয়ারা, আব্দুল মালেক ও হাসান আলীর স্ত্রী ফাতেমাসহ অন্তত ৭ জন আহত হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি বলেও তিনি জানান।
বিডি/২৩ অক্টোবর ২০১৫/শরীফ