নেত্রকোনায় লেভেলক্রসিংয়ে গেইট আটকে দায়িত্ব পালনকালে গেইটম্যান শাহজাহান কবিরকে (৩০) রড দিয়ে মাথায় আঘাত ও মারধর করেছে ওই স্থানে দাঁড়িয়ে থাকা বাসের চালক ও হেলপাররা। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকালে বাংলা বাজারের ১০নং গেইটে এ ঘটনা ঘটে।
আহত গেইটম্যান শাহজাহান কবির অভিযোগ করে জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তঃনগর হাওর এক্সপ্রেস যাওয়ার পথে বাংলা বাজারে ১০নং গেইটটি বন্ধ করা হয়। এ সময় রাস্থার দুই পাশে সকল প্রকার যানবাহন আটকা পড়ে। কিন্তু দু’একটি বাস ট্রেনের পূর্বেই যাওয়ার জন্য অস্থির হয়ে পরে এবং জোরপূর্বক তারা গেইট তুলে ফেলার চেষ্টা করে। এতে আমি বাধা দিলে তারা তোড় জোর করতে থাকে। এরই মধ্যে ট্রেনটি লেভেল ক্রসিং ক্রস করে ফেললে বাস চালক আবুল ও হেলপাররা এসে রড দিয়ে মাথায় আঘাত করে এবং মারধর করে।
তিনি আরও জানান, বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা এগিয়ে আসতেই বাস চলে যায়। এলাকাবাসী ও ছোট ভাই রতন আমাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যরত ইমারজেন্সি চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান লাভলু জানান, শক্ত কিছুর আঘাতে মাথায় আড়াই সেন্টিমিটার দেবে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অবস্থার উন্নতি না হলে ময়মনসিংহ বা ঢাকায় রেফার্ড করা হবে।
এ ব্যাপারে রেলওয়ের উপ-প্রকৌশলী (বাংলাদেশ রেলওয়ে এম, এ, ই,(ওয়ে)শ্যামগঞ্জ) মো. শাহাবুদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, এ ঘটনায় আমরা জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন লিডারদের সাথে বসেছি। তারা দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ বাবদ আহত গেইটম্যানের চিকিৎসার ভার বহন করার আশ্বাস প্রদান করেছেন। সেই সাথে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে ক্ষমা চাওয়ানো হবে বলেও তারা আশ্বাস দিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব