ঝিনাইদহে আনন্দ উল্লাসের মধ্য নিয়ে হিন্দু ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকালে শহরের নবগঙ্গা নদীতে একের পর এক প্রতিমা বিসর্জন করা হয়। অন্যদিকে জেলা সদরসহ ৬টি উপজেলার বিভিন্ন স্থানে খাল, বিল, বাওড় ও পুকুরের পানিতে প্রতিমা বিসর্জন করা হয়েছে।
এবার ৬টি উপজেলার ৪০৩টি পূজা মন্দিরে শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হয়। এরমধ্যে ঝিনাইদহ সদর ৮৮টি, শৈলকুপা ১১৫টি, হরিণাকুণ্ডু ২৯টি, কালীগঞ্জ ৯১টি, কোটচাঁদপুর ৪১টি ও মহেশপুর উপজেলায় ৩৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যোগে ৫২৫ পুলিশ, ২৩১০ আনসার ভিডিপি সদস্য ও ৩০টি মোবাইল কোর্ট সার্বক্ষণিক টহলের দেওয়ার ব্যবস্থা করা হয়।
এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি মধ্য রাত পর্যন্ত সদর ও হরিণাকুণ্ডু উপজেলার প্রতিটি মন্দির পরিদর্শন করেন। এছাড়া তিনি প্রতিটি মন্দিরে নিজ তহবিল থেকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব