মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সহকারী আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারী ৫/৭ জন ব্যক্তি তুলে নিয়ে গেছে অভিযোগ করেছে তার স্ত্রী।
শুক্রবার বিকেলে শহরের স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে আসাদ উদ্দিনের স্ত্রী নাহিদ সুলতানা সুইটি এ অভিযোগ করেন। এ সময় তিনি সুস্থ অবস্থায় স্বামীকে ফিরে পাবার জন্য প্রধানমন্ত্রীসহ প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে সুইটি বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস বাসযোগে তার স্বামী আসাদ উদ্দিন গ্রামের বাড়ি সলঙ্গা থানার নাইমুড়ী যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে বাসটি বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর সদর উপজেলার সয়দাবাদ এলাকায় পৌঁছলে ট্রাফিক সিগন্যালে গাড়ীটি থামানো হয়। এ সময় ৫/৭ জন সাদাপোশাকধারী লোক ডিবি পরিচয়ে তাকে নামিয়ে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোঁন খোজ মেলেনি।
তিনি আরও বলেন, এ ঘটনার পর বিভিন্ন থানা ও ডিবি কার্যালয়ে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আসাদের ব্যাবহত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। অবিলম্বে সুস্থ অবস্থায় স্বামীকে ফিরে পাবার জন্য প্রধানমন্ত্রীসহ প্রশাসনের কাজে আকুতি জানান তিনি।
সংবাদ সম্মেলনে সুইটির ভাই মনিরুল ইসলাম মাসুদ, বোন শামীমা নাসরিন বিউটি, শিশু ছেলে সানিম উদ্দিন ও ভাবী রুালী খাতুন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব