পটুয়াখালীর কলাপাড়া-আমতলী মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার খুুড়িয়া ঘাট পয়েন্ট এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই জনের নাম পাওয়া গেছে। তারা হলেন রাসেল (২৫) ও সাইফুল (২৬)। এদের বাড়ি কলাপাড়া উপজেলার সুদিরপুর ও খলিলপুর গ্রামে।
আমতলীর দমকল বাহিনীর ম্যানেজার হারুন-অর-রশিদ জানান, তাদের টলদল খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তিন জনের লাশ উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব