ঝিনাইদহের মহেশপুরে একই স্থানে বিএনপির দু’গ্রুপের দ্বি-বার্ষিকী সম্মেলন আহবান করে মাইকিং বের করায় প্রশাসন উপজেলায় শহরে ১৪৪ ধারা জারি করেছে। ফলে বিএনপির পূর্ব নির্ধারিত সম্মেলন অনিশ্চিত হয়ে পড়েছে।
জানা গেছে, বিএনপি কেন্দ্র থেকে প্রতিটি জেলা-উপজেলায় সম্মেলনে মাধ্যমে নতুন কমিটি করার নিদের্শ দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় মহেশপুর উপজেলা বিএনপির সম্মেলনের দিন ধার্য করা হয় ২৪ অক্টোবর। ইতোমধ্যে নেতাকর্মী সম্মেলনের সকল আয়োজন সম্পন্ন করে। কিন্তু কেন্দ্রীয় জাসাস নেতা কণ্ঠশিল্পী মনির খান গ্রুপের নেতাকর্মীদের সম্মেলনে আসার আমন্ত্রণ জানানো হয়নি। ফলে ২৪ অক্টোবর উপজেলা বিএনপির সন্মেলন উপলক্ষে রাহাতুল্লাহ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুমতি নিয়ে সাবেক সংসদ শহিদুল ইসলাম মাস্টা প্যান্ডেল ও মঞ্চ তৈরি করে।
এতে ক্ষুব্ধ হয়ে একই মাঠে মনির খান গ্রুপ মঞ্চ তৈরি করার সিদ্ধান্ত নেই। দু’পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান শুক্রবার সন্ধ্যায় মাইকিং করে ২৪ তারিখ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত রাহাতুল্লাহ সরদার মাধ্যমিক বিদ্যালয়ে ও তার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন।
এ ঘটনায় ইঞ্জিনিয়ার মোহাঃ মোমিনুর রহমান জানান, দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মনির খান পায়তারা চালিয়ে যাচ্ছেন। বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ প্রশাসনের সাথে চুক্তি করে পণ্ড করে দিল। তার বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হবে।
শিল্পী মনির খানের অভিযোগ, মহেশপুর বিএনপির সভাপতি ও সাবেক এমপি শহীদুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান দলীয় সকল শৃংঙ্খলা ভঙ্গ করে নেতা কর্মীদেরকে না জানিয়ে কতিপয় কয়েক জন নেতাকে নিয়ে জেলায় বসে পকেট কমিটি তৈরি করা চেষ্টা করছে। তার সাথে দলীয় কোন নেতাকর্মী নেই। যেখানে তৃণমুল ইউনিয়ন বা ওয়ার্ডের নেতাকর্মীদের আমন্ত্রন জানানো বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া দাওয়াত পত্রে আহবায়ক কমিটিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের কোন স্বাক্ষর নেই বলেও অভিযোগ করেন তিনি।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব