কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) জরুরি বিভাগ থেকে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় কামরুল হাসান নামের এক আসামি পালিয়েছে। এ ঘটনার পর থেকে কুমেকের আশেপাশের এলাকাসহ নগরীতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
শুক্রবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে ঘটলেও সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আইয়ূব আসামি পালিয়ে যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার তাকে গ্রেফতারের সময় সে পায়ে ব্যথা পায়। শুক্রবার দুপুরে পায়ে ব্যথা অনুভূত হলে তাকে কুমেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর সেখান থেকে সে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। পলায়নকৃত কামরুল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। সে একটি সংঘর্ষ মামলার আসামি ছিল। ঘটনার খবর পেয়ে সদর দক্ষিণ ও কোতয়ালী মডেল থানার পুলিশ ওই আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে।
হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব