রংপুর-দিনাজপুর মহাসড়কের উত্তম হাজিরহাট এলাকায় একটি নৈশকোচের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. হাবীব জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী শুভ পরিবহন নামে একটি নৈশকোচ রংপুর নগরীর উত্তম হাজিরহাট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক বাসযাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজন (৩০) নামে আরও এক যাত্রী মারা যান। সুজন রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা এলাকার আব্দুস সালামের ছেলে।
আহত অন্যদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৫/ এস আহমেদ