স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো মূল্যে জঙ্গি সন্ত্রাসীদের মোকাবেলা করা হবো। যারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় আমরা যে কোনো মূল্যে তাদেরকে মোকাবেলা করবো। নোয়াখালীর হাতিয়ায় বৃহস্পতিবার দুপুরে রেডিও সাগর দ্বীপের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়, আমরা মসজিদে নামাজ পড়ি কিন্তু আমরা মানুষ হত্যা করি না। আমরা মুসলমানরা কোরআন সুন্নায় বিশ্বাস করি এবং সে অনুযায়ী শান্তির পথে চলি।
অধ্যক্ষ মো. এনামুল হকের সভাপতিত্বে নোয়াখালী ৬ হাতিয়া আসনের সংসদ সদস্য বেগম আয়েশা ফেরদাউস, তথ্য সচিব মর্তুজা আহম্মদ, উন্নয়ন সংস্থা জাইকার বাংলাদেশে মুখ্য প্রতিনিধি মিকিকো হাতেদা, দ্বীপ উন্নয় সংস্থার নির্বাহী প্ররিচালক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক বদরে মুনীর চৌধুরী ও পুলিশ সুপার মোঃ ইলিয়াস শরীফ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৫/ রশিদা