চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের চাকায় পষ্টি হয়ে আলিম মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কালিদাসপুরের সাদাব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিম মন্ডল আলমডাঙ্গা পেৌর এলাকার রাধিকাগঞ্জ গ্রামের মৃত কিয়ামউদ্দিনের ছেলে।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান, আলিম মন্ডল বাইসাইকেলযোগে নিজ বাড়ি ফেরার সময় যাত্রীবাহী একটি বাসের চাকায় পষ্টি হয়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি সেখ আতিয়ার রহমান জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতির জন্য জেলা প্রশাসকের কাছে গেছেন। জেলা প্রশাসকের অনুমতি পেলে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/শরীফ