পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা সড়কে মটর সাইকেলের ধাক্কায় মালেক শেখ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মালেক শেখ পিরোজপুর সদর উপজেলার নামাজপুর গ্রামের বাসিন্দা।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, পৌরসভা সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় একটি মটরসাইকেল মালেক শেখকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে পিরোজপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৫/মাহবুব