নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়। আটকরা হলেন- ওই এলাকার আলী আহাম্মেদের ছেলে আব্দুল আল রবিন (২০), জজ মিয়ার ছেলে কাউসার মিয়া (২৩) ও আব্দুল হাইয়ের ছেলে তোফায়েল আহাম্মেদ দিপু (২৪)।
পুলিশ জানায়, আটকরা ও তাদের লোকজন হাটিপাড়াসহ আশ-পাশের এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি, অস্ত্রবাজী, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। দীর্ঘ দিন ধরে অভিযুক্তদের আটকের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে থানা পুলিশের একাধিক দল হাটিপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তলসহ ওই তিন সন্ত্রাসীকে আটক করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া অভিযুক্ত বাকি সন্ত্রাসীদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ