কিশোরগঞ্জের ভৈরব বাজারের কাঠপট্টীতে অগ্নিকাণ্ডে একটি চানাচুর কারখানা পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক দাবি করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে মদিনা চানাচুর কারখানায় আগুন লাগে। আগুন দেখে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেন মুয়াজ্জিন। খবর পেয়ে ভৈরব ও আশুগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় পুরো কারখানাটি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ