সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় ফের বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। এতে অটোরিকশা চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার গাড়াদহ এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইনস্পেক্টর আব্দুল গণি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রায় একই স্থানে ট্যাঙ্কলরি-নসিমন সংঘর্ষে আটজন নিহত ও ১০ জন আহত হন।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ