রোগীদের সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়ে স্বাস্থ্যবিভাগের চিকিৎসক ও নার্সদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যানমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিৎসক-নার্সদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের স্বাস্থ্য সেবায় চিকিৎসক এবং নার্সদের কোন গাফিলতি সহ্য করা হবে না।
আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের তত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আড়াই শ’ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ৫ তলা সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
মোহাম্মদ নাসিম বলেন, জণগন যেন কোন বিড়ম্বনা ছাড়াই সেবা পেতে পারে তা চিকিৎসক ও নার্সদেরই নিশ্চিত করতে হবে। চাকুরীর জন্য নয় সেবার মনোভাব নিয়ে সকলকে কাজ করার জন্যও সকলকে আহবান জানান।
এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, পুলিশ সুপার মোঃ মিরাজ উদ্দিন আহম্মেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিজয় কুমার মন্ডল, হাসপাতালের তত্বাবধাযক ডা. দেবপদ রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. এম আকরামুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন