চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে পুলিশের গুলিতে মোঃ ওসমান গনি (২৮) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তিনি উপজেলার ৫ নম্বর মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর গ্রামের মোঃ আবুল কাশেম মোল্লার ছেলে এবং স্থানীয় ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক ছিলেন।
আজ মঙ্গলবার দুপুর ২টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় রহমত নগর গ্রামসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান বলেন, জামায়াত নেতা ওসমানকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে তার আত্মীয় স্বজনরা বাধা দিয়ে ধস্তাধস্তি শুরু করলে অসাবধানবশত এক কনষ্টেবলের শর্টগান থেকে গুলিয়ে বেরিয়ে পড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন