নোয়াখালী সদর উপজেলার উপজেলার আইউবপুর থেকে গ্রামবাসীর সহযোগিতায় সোমবার গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করে পুলিশ।
এরা হচ্ছে-চট্টগ্রামের মিরসরাইয়ের বোরহান উদ্দিন(২০), ভোলার বোরহান উদ্দিনেরর জসিম উদ্দিন(২৩), রাসেল (২০), লক্ষীপুরের শাকচরের মামুন(২৪), নোয়াখালী সদর উপজেলার মাছিম পুরের নজরুল ইসলাম বাচ্চু(২২), রাসেল (২২) ও কোম্পানীগঞ্জের নুরুল ইসলাম (২৬)।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার রাত ১২টার দিকে সদর উপজেলার আইউবপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করে পুলিশে দেয়। এরপর রাতভর বিভিন্ন স্থানে সুধারাম থানার ওসি (তদন্ত) মির্জা মো: হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আরো চারজনকে আটক করে পুলিশ। আটককৃতরা গত কয়েক দিনে জেলা সদর ও নোয়াখালী পৌরসভার পশ্চিম সাহাপুর গ্রামে এ্যাড. আবদুল মান্নানের মালিকাধীন পাঞ্জেরী ভবন সহ বিভিন্ন স্থানে অন্তত ৭টি ডাকাতির ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ জানান, পুলিশ ডাকাতি সহ বিভিন্ন ঘটনায় তৎপর রয়েছে। এ জাতীয় ঘটনায় খবর পেলে সাথে সাথে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১০ দিনে নোয়াখালী সদর ও পৌরসভায় অন্তত ৭ বাড়িতে ডাকাতি হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন