ব্রাহ্মণবাড়িয়ায় একদল ডাকাতের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এক ডাকাত গুলিবিদ্ধসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন। আজ বুধবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, ভোরে বিরাসার এলাকায় একটি পিকনিকের বাসে ডাকাতি করতে ব্যারিকেড দেয় ডাকাত দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হন।
ঘটনাস্থল থেকে থেকে তিনটি ধারালো রাম দা ও দু’টি ছুরিসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়। আহত ডাকাতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ