নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ৪৪তম মহান বিজয় দিবস। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তপোধ্বনির পর শহীদ স্মৃতি স্তম্ভে পুষপস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. ফজলে রাব্বী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, নওগাঁ পৌর মেয়র নাজমুল হক সনি, নওগাঁ জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া নওগাঁ স্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ, সালাম গ্রহণ, ডিসপ্লে ও মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ