নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস ২০১৫। আজ সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোনা মোক্তারপাড়া মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।
অনুষ্ঠনে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার ও পুলিশ সুপার জয় দেব চৌধুরী। কুচকাওয়াজ শেষে বিভিন্ন সংগঠনের নেতৃত্বে ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এর আগে প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দলের অংশগ্রহণে সাতপাইা স্মৃতিসৌধে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ