আজ বুধবার বিনম্র শ্রদ্ধা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ৪৪তম মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করছে।
সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সুচনা হয়। সকাল সাড়ে ৬টায় শিবগঞ্জে সংসদ সদস্য মো. গোলাম রাব্বানী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর ও পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের পূর্ব-দক্ষিণ কোণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টায় স্থানীয় স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ বর্ণাঢ্য কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর ও পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম।
সকাল ১১টাায় শহীদ সাটু হলে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সম্বর্ধনা দেয়া হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনাসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার বশির আহম্মদ প্রমুখ। বিকালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে ৩ দিনব্যাপী বিজয় মেলা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ