১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ দিন। ১৯৭১সালে দীর্ঘ নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে মুক্তিযোদ্ধারা শ্রেষ্ঠত্বের বিজয় ছিনিয়ে আনে।
বিজয় দিবস সারা দেশের মতো মর্যাদার সাথে উদযাপন করেছে কুমিল্লাবাসী। বিজয় দিবসের প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান দক্ষিণ জেলা বিএনপি, ন্যাপসহ বিভিন্ন সংগঠন।
ভোরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, জেলা পরিষদ প্রশাসক আলহাজ ওমর ফারুক, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের শরীর চর্চা প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এখানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোলা ও পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। দুপুরে জেলা প্রশাসকের বাসভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বিকালে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে নগরীতে বিজয় র্যালি বের করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা