যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। পতাকা উত্তোলন, বিজয় র্যালি, শ্রদ্ধাঞ্জলী ও দোয়া মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকাল ৯ টায় পতাকা উত্তোলনের মধ্য কর্মসূচি শুরু হয়। তবে মহান বিজয় দিবস উপলক্ষে কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি ইবি ছাত্রদলকে।
সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। এছাড়া আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে ভিসির নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তবাংলায় পুস্পস্তবক অর্পণ করে। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুক্তবাংলায় পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি। কর্মসূচি পালন না করায় ক্ষোভ প্রকাশ করেছে দলীয় নেতাকর্মীরা। ছাত্রদল কর্মী শাহানুর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রদলের কর্মী হিসেবে আমরা দলের যে কোন কর্মসূচি পালন করতে প্রস্তুত। তবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে ছাত্রদল বিজয় দিবসে কোন কর্মসুচি পালন না করায় মর্মহত হয়েছি।
ইবি শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কর্মসূচি পালনের জন্য আমরা সহযোগীতা চেয়েছি। কিন্তু প্রশাসন সহযোগীতা না করায় আমরা কোন কর্মসূচি পালন করতে পারেনি। এটা প্রশাসনের স্বৈরচারি মনভাবের বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, গত সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও কোন কর্মসূচি পালন করেনি ছাত্রদল।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ