চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় মেলার মধ্যে বেলুন ফোলানোর জন্য আনা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ব্যক্তির মৃত্যু ও তিন শিশুসহ চারজন আহত হয়েছেন।
বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০। তিনিই বেলুন বিক্রি করছিলেন বলে ধারণা পুলিশের। আহতরা হলেন রিক্সা চালক সেন্টু মিয়া (৪০) শিশু সানি, সাকিব ও নঈমুদ্দিনের বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে।
বোয়ালখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল ইসলাম বলেন, বিজয় দিবস উপলক্ষে ওই বিদ্যালয়ের মাঠে চার দিনের বিজয় মেলা শুরু হয়েছে। মেলায় গ্যাস বেলুন বিক্রির জন্য একজন অটোরিকশায় করে গ্যাস সিলিন্ডার নিয়ে আসে। অটোরিক্সা থেকে সিলিন্ডার নামানোর পরপরই সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই একজনের মারা যান এবং অটো চালকসহ অন্য শিশুরা আহত হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ