নোয়াখালীতে নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী প্রেস ক্লাব, আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন মহান বিজয় দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি, শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মুক্ত আলোচনা এবং দোয়া ও মুনাজাত।
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপাার ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহে আলম, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন প্রমুখ। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম অহিদুজ্জামান ও রেজিস্টার মমিনুল হক সকালে ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পতাকা উত্তোলন করেন। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহম্মদ কবিরের সভাপতিত্বে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ও পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজম্মেল হক মিলন উপস্থিত ছিলেন। বিকালে শহীদ মিনার বিজয় মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ