বান্দরবানের লামা উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম সূচনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ।
রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদের সামনে শহীদবেদীতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল লামা, পুলিশ লামা থানা, লামা পৌরসভা, লামা উপজেলা আওয়ামী লীগ, লামা উপজেলা বিএনপি, বিভাগীয় বন কর্মকর্তা, লামা বন বিভাগ, ৩৩ আনসার ব্যাটেলিয়ান লামা, লামা প্রেস ক্লাব, একতা মহিলা সমিতি, ফারিয়া লামা, ত্রিপুরা কল্যাণ সংসদ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ নানা সংগঠন।
বিজয় দিবস উপলক্ষ্যে লামা প্রশাসন বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানমালায় ছিল মিনি ম্যারাথন দৌড়, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বিনা টিকেটে মিরিঞ্জা পর্যটন পরিদর্শন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সংবর্ধনা, আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ও হাসপাতাল, এতিমখানা, শিশুসদনে উন্নত খাবার পরিবেশন।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ