পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘটিচরা গ্রাম থেকে হরিনের আটটি চামড়াসহ দুই জনকে আটক করেছে র্যাব। র্যাব-৮ কর্মকর্তা মেজর শিশিরের নেতৃত্বে বুধবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলো ওই গ্রামের হালিম হাওলাদার এবং মো. মিরাজ।
মেজর শিশির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ঘটিচরা গ্রামে হালিমের বাসায় অভিযান চালিয়ে হরিনের আটটি চামড়া উদ্ধার করা হয়। অবৈধভাবে হরিন শিকার এবং এর চামড়া কালোবাজারে ক্রয়-বিক্রয়ের অভিযোগে হালিম ও মিরাজকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এদিন বিকেলে আটক দু'জনকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ