নানা আয়োজনে নেত্রকোনায় নারীরা উদযাপন করেছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে বুধবার বিকালে জেলা শহরের বারহাট্টা রোড এলাকায় ওয়েসিস বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে নারীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহিলা অধিদপ্তর ও জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পত্নী মুক্তি দত্ত। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পত্নী ডা. সুপ্রীতি নন্দী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম, সহকারী কমিশনার কাজী মহুয়া মমতাজ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, শিক্ষক পারভীন আক্তার, মনোয়ারা হামিদ, ফাতেমা খাতুন, জেলা যুব মহিলা লীগের হাবিবা রহমান শেফালী, মুক্তি, সৈয়দা বিউটি প্রমুখ।
আলোচনা শেষে স্কুল মাঠে বেশ কয়েকটি আঙ্গিকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্ব সাধারণের জন্য ১০০ মিটার দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে লেডিস ক্লাবের সদস্য এবং আগত অতিথিদের জন্য মোমবাতি দৌঁড় এবং ঝুড়িতে বল ফেলাসহ বাদ্যের তালে তালে বালিশ ছোড়া খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ