লক্ষ্মীপুরে ১৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (১৬ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জেলা শহরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ থানার মহেশখালী পাড়ার মো. ইসলামের ছেলে বলে জানায় পুলিশ।
লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার সার্কেল মো. নাছিম মিয়া জানান, ডিবি পুলিশের পরিদর্শক মো. আবুল বাসার গোপন সংবাদে জানতে পারেন যে, চট্টগ্রাম থেকে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবাসহ যাত্রীবেশে গাড়ীতে করে লক্ষ্মীপুরের উদ্ধেশ্যে রওয়ানা হয়েছেন। পরে গাড়ী থেকে ওই মাদক ব্যবসায়ী নামার পর ডিবি পুলিশ তল্লাশি চালিয়ে ১৭৪৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ