চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া এলাকা থেকে রায়হান মিয়াজী (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা রায়হানকে হত্যা করে ঘরে তালা বন্ধ করে পালিয়ে যায়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম রাশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়
মিয়াজি ওই এলাকার হারুন অর রশিদ মিয়াজীর ছেলে। তিনি ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
রাশেদুল ইসলাম রাশেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, তালা বদ্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় রায়হানের লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন