নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ কে এম ইউছুপ আলীর কর্মী যুবলীগ নেতা বেলাল উদ্দিনকে (২৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের চরকৈলাস গ্রামের তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত বেলাল চরকৈলাস গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানা গেছে।
৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফিরোজ উদ্দিন বলেন, রাতে বেলাল নৌকা মার্কার সমর্থনে স্থানীয়দের কাছে ভোট চেয়ে চরকৈলাস গ্রামের তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।
পরে স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, যুবলীগ কর্মী বেলালকে কুপিয়ে আহত করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন