কুমিল্লার দেবিদ্বারে বাসচাপায় সিএনজি চালিত অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়কামতা রাস্তার মাথা এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের আলী মিয়ার ছেলে মো. আবদুর রহিম (৩৫) ও একই উজেলার তেমো গ্রামের মজিুল ইসলামের ছেলে মো. সোহেল (৩২)। এ ঘটনায় আহত অটোরিক্সার চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নামতি হইওয়ে থানার ওসি মো. আবদুল আউয়াল জানান, সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার বড়কামতা রাস্তার মাথা এলাকায় দাঁড়ানো একটি অটোরিক্সাকে অজ্ঞাতনামা একটি বাস চাপা দেয়। এতে অটোরিক্সায় থাকা রহিম ও সোহেল ঘটনাস্থলে নিহত হন। এ সময় অটোরিকশার চালক গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা