সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক অপূর্ব (৩৮) নামে ব্র্যাকের(এনজিও) এক কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপূর্ব রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আরকান্দি গ্রামের মৃত অদিত্য দাসের ছেলে। তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার ব্র্যাক পাচলিয়া বাজার শাখায় কর্মসূচী সংগঠক পদে কর্তব্যরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ব্র্যাক কর্মী অপূর্ব মোটর সাইকেলযোগে শ্বশুরবাড়ী চান্দাইকোনা থেকে পাঁচলিয়া অফিসে যাচ্ছিল। পথে সাহেবগঞ্জ বাজারে কাছে পিছন থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে অপুর্ব মারা মারা যান। লাশ পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৫/মাহবুব