বগুড়ায় পৌরসভা নির্বাচনে সাধারন ২১ ওয়ার্ড ও সংরক্ষিত ৭টি ওয়ার্ডের কাউন্সিলর পদের বেসরকারি ফলাফল মধ্যরাতে ঘোষণা করা হয়েছে। কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত ১০জন, বিএনপি সমর্থিত ৮জন, জামায়াত সমর্থিত ২জন এবং স্বতন্ত্র প্রার্থী ১জন নির্বাচিত হয়েছেন।
বর্তমান ২১ জন কাউন্সিলরের মধ্যে ৯জন পুনরায় ও বাকী ১২ জন কাউন্সিলর প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন। রিটার্নিং অফিসার ও এডিসি হায়াত উদ দৌলা খান বুধবার রাত ১২টায় এ ফফাফল ঘোষণা করেন।
বর্তমান কাউন্সিলরদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন- ৪নং ওয়ার্ডে শ্রমিকলীগ নেতা সামছুদ্দিন শেখ হেলাল, ৬নং ওয়ার্ডে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক পরিমল চন্দ্র দাস, ৭নং ওয়ার্ডে জেলা জাসাসের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন পশারী হিরু, ৮নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবকলীগ নেতা ইব্রাহিম হোসেন, ১১ নং ওয়ার্ডে জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, ১২নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম, ১৩নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত খোরশেদ আলম, ২০নং ওয়ার্ডে বিএনপি নেতা রুস্তম আলী এবং ২১ নং ওয়ার্ডে জামায়াত নেতা রুহুল কুদ্দুস ডিলু।
নতুন মুখ যারা নির্বাচিত হয়েছেন- ১নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, ২নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা তৌহিদুল আলম বিটু, ৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কবিরাজ তরুন কুমার চক্রবর্তী, ৫নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা সৈয়দ আনোয়ারুল ইসলাম বাবলা, ৯নং ওয়ার্ডে যুবলীগ নেতা মোস্তাকিম রহমান, ১০নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফুর রহমান আরিফ, ১৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত রেজাউল করিম রতন, ১৫ নং ওয়ার্ডে যুবলীগ নেতা আমিনুল ইসলাম, ১৬নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত জহুরুল ইসলাম, ১৭নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মেজবাউল হামিদ, ১৮ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত মোর্শেদ মিটন, ১৯ নং ওয়ার্ডে জামায়াত নেতা ওসমান গণি।
এদিকে সংরক্ষিত ৭টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর হলেন ১ নং ওয়ার্ডে বিএনপি নেত্রী নিলুফা কুদ্দুস, ২নং ওয়ার্ডে আওয়ামী লীগের মার্জিয়া হাসান, ৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের হোসনে আরা হাসি, ৪ নং ওয়ার্ডে বিএনপির খোদেজা খাতুন, ৫ নং ওয়ার্ডে জামায়াতের শিরিন আক্তার, ৬নং ওয়ার্ডে সুবর্না আক্তার ও ৭ নং ওয়ার্ডে মোর্শেদা খাতুন।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন