রাঙামাটি জেলার সাজেক ইউনিয়নে পর্যটকবাহী মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে মাচালঙের ৮ নং এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সকাল ৯টার দিকে একটি পর্যটকবাহী মাইক্রোবাস মাচা লঙের ৮ নং এলাকায় পৌঁছালে রাস্তার দু'পাশ আগে থেকে ওঁত পেতে থাকা সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীরা গাড়িটির গতিরোধ করে হানা দেয়। এসময় গাড়িতে থাকা পর্যটদের নামিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় মাইক্রোবাসটি। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা পর্যটকদের ভয়ভীতি দেখালেও কোন ক্ষতি করেনি বলে জানা গেছে। তবে সন্ত্রাসীদের আগুনে ঘটনাস্থলে সম্পূর্ণ পুড়ে যায় গাড়িটি। খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌছে পর্যটকদের উদ্ধার করে মাচালং সেনা ক্যাম্পে নিয়ে যায়।
বাঘাইছড়ি উপজেলার সাজেক থানার কর্মকর্তা মো. নূরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্র সাজেক থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। তবে সন্ত্রাসীদের হামলায় পর্যটকদের কোন ক্ষতি হয়নি। তবে মাইক্রোবাসটি পুড়ে গেছে। বর্তমানে পর্যটকরা নিরাপদে আছে। সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, পর্যটকদের উপর হামলার ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল। বিশেষ করে এটা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও সাবেক শান্তিবাহিনীর নেতা সন্তু লারমার ঘোষিত আগামী গণঅসহযোগ অন্দোলনের হুমকির একটি অংশ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ