ময়মনসিংহে ৯ টি পৌরসভা নির্বাচনে শাসক দল আওয়ামী লীগের ৫১ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সংসদের বাইরে থাকা অন্যতম রাজনৈতিক দল বিএনপি থেকে ২০ ও বিরোধী দল জাতীয় পার্টি থেকে ৬ জন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামীলীগ থেকে ১২, বিএনপি থেকে ৭ এবং স্বতন্ত্র থেকে ৭ জন নির্বাচিত হয়েছেন।
ফুলপুরঃ ফুলপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিএনপি’র হালিমা খাতুন, বেগম ফেরদৌসী এবং মোছাঃ শিউলী আক্তার বিজয়ী হন।
সাধারণ আসনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের ছাদেকুর রহমান, বিএনপি’র মনিরুজ্জামান, স্বতন্ত্র থেকে নুরুল আমিন, আওয়ামী লীগের শফিকুল ইসলাম, বিএনপি’র হুমায়ুন কবির মিলন, স্বতন্ত্র থেকে তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের রফিকুল ইসলাম, বিএনপি’র ইউনুছ আলী ও মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছেন।
গৌরীপুরঃ সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে আওয়ামী লীগের দিলুয়ারা বেগম, শিউলী চৌধুরী এবং স্বতন্ত্র থেকে জেসমিন আক্তার নির্বাচিত হয়েছেন।
৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগের দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, আব্দুল কাদির, মাসুদ আহাম্মেদ রতন, নুরুল ইসলাম, বিএনপি’র আতাউর রহমান আতা, আওয়ামী লীগের এমরান, মোফাজ্জল হোসেন খান, বিএনপি’র সাইফুল ইসলাম রিপন ও এসএম আলী আহাম্মেদ নির্বাচিত হয়েছেন।
মুক্তাগাছাঃ মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র থেকে ৩ টিতেই সংরক্ষিত মহিলা কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন। এরা হচ্ছেন হালিমা খাতুন বুলবুলি আক্তার, হেমা রানী দাস এবং আছমা আক্তার।
সাধারণ আসনে কাউন্সিলর পদে জাতীয় পার্টি’র আব্দুস সালাম তালুকদার, আওয়ামী লীগের মোহাম্মদ আলী, রিয়াজ উদ্দিন সিরাজ, আমজাদ হোসেন, আব্দুল হালিম, জাতীয় পার্টি’র মঞ্জুরুল হক, মির্জা আবুল কালাম, আওয়ামী লীগের আব্দুল হানিফ মির্জা ও বজলুর রহমান নির্বাচিত হয়েছেন।
ফুলবাড়িয়াঃ এ পৌরসভা থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে স্বতন্ত্র হয়ে আছমা খাতুন নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের আলেয়া বাণী ও ইসমত আরা নির্বাচিত হয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে বিএনপি’র থেকে সেকান্দর আলী সেকু, আওয়ামী লীগের ফজলুল হক ফজি ও সফর আলী বুলু, বিএনপি’র সাইফুল ইসলাম, হাছেন আলী, শাহজাহান সিকদার, আওয়ামী লীগের চাঁন মাহমুদ, বিএনপি’র শহীদুল ইসলাম ও আব্দুল মান্নান নির্বাচিত হয়েছেন।
ত্রিশালঃ সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিএনপি’র নির্বাচিত কাউন্সিলররা হলেন শাছুন্নাহার শিরিন ও নাছিমা পারভীন। তাছলিমা আক্তার স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে বিএনপি’র রেজাউল করীম সেলিম, রাশিদুল হাসান বিপ্লব, এবি সিদ্দিক শাহজাহান, আওয়ামী লীগের আজাহারুল ইসলাম, মেহেদী হাসান নাছিম, দুলাল মন্ডল দুলু, ছাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ডে নূরুল হুদা শিবলু ও বিএনপি’র জহিরুল হক লিটন নির্বাচিত হয়েছেন।
ঈশ্বরগঞ্জঃ ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন মাহবুবা বেগম। আর বিএনপি থেকে রহিমা খাতুন ও লাইলি আক্তার নির্বাচিত হয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে আওয়মী লীগ থেকে সাইদুর রহমান ও আব্দুল হোসেন। জাতীয় পার্টি থেকে আব্দুল মোতালেব, তোফাজ্জল হোসেন, শহীদুল ইসলাম শহীদ, স্বতন্ত্র থেকে খলিলুর রহমান, আওয়ামী লীগ থেকে যথাক্রমে হারুনুর রশিদ, মোসলেম উদ্দিন এবং মিন্টু নির্বাচিত হয়েছেন।
নান্দাইলঃ ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সংরক্ষিত আসনে আনোয়ারা সুলতানা, রাবেয়া খানম এবং মোছাঃ রোকেয়া খাতুন নির্বাচিত হয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে সবাই আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন। এরা হচ্ছেন- শাহিনুর রহমান, শফিকুল ইসলাম ভূঁইয়া, হাবিবুল্লাহ, আমিনুল হক ফকির, রেজাউল করিম ভূঁইয়া, দিলোয়ার হোসেন। আব্দুল হ্ন্নান মানিক মিয়া, শাহ্ আলম হেলিম মাহিন।
গফরগাঁওঃ গফরগাঁও পৌরসভা থেকে সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলররা সবাই আওয়ামী লীগ থেকে নির্বাচিত।
শিহাব উদ্দিন, আরিফুল ইসলাম ভূইয়া, আনিছুর রহমান, সোহরাব উদ্দিন, মশিউর রহমান কিরণ, লাল চাঁন মিয়া, শাহজাহান শাজু, বাবুল হোসেন ও ফয়জুর রহমান জীবন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে শামছুন নাহার শিখা, নিলুফা ইয়াছমিন ও পারভীন আক্তার জয়যুক্ত হয়েছেন।
ভালুকাঃ ভালুকা থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগের রিনা আক্তার, সীমা আক্তার নির্বাচিত হয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে বিজয়ীরা হচ্ছেন বিএনপি’র মাহবুবুল আলম সিদ্দিকী দুলু ও মোখলেছুর রহমান মুকুল। আওয়ামী লীগের মাজাহারুল ইসলাম, আনছারুল ইসলাম সবুজ, বিএনপি’র সাইদুল ইসলাম, আওয়ামী লীগের হাতেম আলী সরকার ও নজরুল ইসলাম এবং বিএনপি’র আমানউল্লাহ তাজুন।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন