রাজশাহী মহানগরীতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
শুক্রবার মহানগরীর রাজপাড়া থানার মোল্লাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় আটকের পর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- মহানগরীর শাহ মখদুম থানার ফুটকিপাড়া এলাকার ফজলুল হকের ছেলে আয়নাল (৪৫) ও রাজপাড়া থানার মোল্লাপাড়ার রুস্তম আলীর স্ত্রী জহুরা (৫০)।
এ সময় একটি মোটরসাইকেল ও মোবাইল সেট জব্দ করেছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় র্যাব সদস্যরা রাজপাড়া থানার মোল্লাপাড়া এলাকায় রুস্তম আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন