ফেনী শহর জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার দাগনভূঞাঁ উপজেলার রাজাপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মুফতি আবদুল হান্নানের বিরুদ্ধে হরতাল-অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি শহরের জামায়াত নিয়ন্ত্রিত আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার শিক্ষক।
বিডি-প্রতিদিন/৫ মার্চ ২০১৬/শরীফ