কুমিল্লা নগরীর অশোকতলা রেল ক্রসিংয়ের নিকট রেল লাইনের পাশ থেকে মাথাবিচ্ছিন্ন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান. অশোকতলা রেল ক্রসিংয়ের দক্ষিণে রেল লাইনের পাশ থেকে একটু দূরে মাথা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ৩০ বছর বয়সী যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরনে জিন্সের প্যান্ট ও কালোর উপর হলুদ রঙের স্টাইপের শার্ট রয়েছে।
ভোর রাতে কোনো একটি ট্রেনে সে কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটা দুর্ঘটনা না আত্মহত্যা তা এখন বলা যাচ্ছে না। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৫ মার্চ ২০১৬/শরীফ