স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা খালি মাঠে খেলতে চাই না। খালি মাঠে খেলতে ভাল লাগে না। তাই আমি খালেদা জিয়াকে বলতে চাই, আপনারা বাইরে থেকে ষড়যন্ত্র ও বেশি কথা না বলে নির্বাচনে আসুন। দেখি সাধারণ জনগন কাকে ভালবাসে।
মন্ত্রী বলেন, নির্বাচনে আসতে এত ভয় পান কেন। আর ভয়তো পাবারই কথা, কারন জনগনতো আপনাকে ও আপনার দলকে প্রত্যাখ্যান করেছে।
তিনি আজ শনিবার বিকেলে টাঙ্গাইল ভাসানী হলে জেলা আওয়ামী স্বেচ্ছাসেক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, দেশ আজ অনেক ধাপ এগিয়ে রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ উন্নয়নের শীর্ষে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জনগনের টাকায় পদ্মা সেতু নির্মান করছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ জনগন নৌকাকে, আওয়ামী লীগকে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবাসে এবং বিশ্বাস করে তাই জনগন পদ্মা সেতু নির্মানের জন্য টাকা দিয়েছে।
আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক শামসুজ্জামান পাশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, মোঃ ছানোয়ার হোসেন এমপি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন