ভূমিকম্প মোকাবেলা ও ক্ষয়ক্ষতি সীমিত রাখার লক্ষ্যে শনিবার দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত এই মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের শতাধিক কর্মী ছাড়াও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটরা অংশ নেন।
সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালী সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, মহড়ায় বিভিন্ন স্থাটনায় অগ্নিনির্বাপন, বহুতল ভবন থেকে আটকে পড়া লোকজনকে উদ্ধার, দুর্ঘটনা ও দুর্যোগকালীন বিভিন্ন উদ্ধার কার্যক্রম প্রদর্শিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ইলিয়াছ শরীফ পিপিএম।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন