কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দু'দিনে তিনটি ঘটনা ঘটেছে। প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই বাড়ছে নির্বাচনী সহিংসতা যা গণমাধ্যম কর্মীদের নজরে এসেছে। ঘটনাগুলো হচ্ছে টেকনাফ হ্নীলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুছ বাঙ্গালীর উপর হামলার ঘটনা। এ ঘটনায় আহত আওয়ামী লীগ নেতাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
গত ১১ মার্চ শুক্রবার গভীর রাতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম ইউনুছ বাঙ্গালী হ্নীলা ফুলের ডেইল এলাকায় ডা. জামাল আহম্মদের বাড়িতে নির্বাচনী বৈঠকে গেলে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে জখম করে। এসময় বাড়ি, গাড়িতেও ভাংচুর চালানো হয় বলে জানা গেছে। পরে হামলাকারীরা চলে গেলে আহত ইউনুছ বাঙ্গালীকে উদ্ধার করে হ্নীলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার প্রেরণ করে। বর্তমানে সে চট্টগ্রামের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে বলেও দাবী করা হয়েছে।
]আহত ইউনুছ বাঙ্গালীর দাবী, নির্বাচনী কাজ করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন। একইভাবে ১২ মার্চ শনিবার ৯ ওয়ার্ডের নয়া পাড়া এলাকায় মেম্বার প্রার্থী মোহাম্মদ আলীর সমর্থনে মাইকিং চলাকালে রাত পৌনে আটটার দিকে হামলা করে আহত করে আব্দুল নবীর ছেলে জাহেদ উল্লাহকে (১৫)। প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী মোহাম্মদ হাসান আব্দুল্লাহর লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেছে আহত জাহেদ। তাকে টেকনাফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গতকাল রবিবার দুপুরে রক্তাক্ত হামলার শিকার হন ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী দিদারুল ইসলাম জিন্নাহ। গতকাল দুুপুর ২টার দিকে উত্তর আলীখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জিন্নাহ নির্বাচনী পোস্টার লাগানোর কাজ পর্যবেক্ষণ করছিলেন। তিনি জানান, প্রতিদ্বন্দ্বী মেম্বার পদপ্রার্থী জামালের নির্দেশে সন্ত্রাসীর প্রকাশ্যে এ হামলা চালিয়ে তাকে আহত করেছে।
এ সব বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পুলিশের হাতে নেই বলে দাবী করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ। তিনি জানান, সাবেক ভাইস চেয়ারম্যানের উপর হামলার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রনজিত কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া নির্বাচনী সহিংসতা যাতে বাড়তে না পারে সে দিকে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/শরীফ