বাগেরহাটের মোরেলগঞ্জ খাদ্য গুদামের শ্রমিকদের পারিশ্রমিক বকেয়া পড়েছে ৯ মাসের। আর এতে পাওনা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার দুশ' টাকা। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দরিদ্র মহিলাদের খাদ্য নিরাপত্তা কর্মসূচি (ভিজিডি) চালের ৩০ কেজির বস্তা তৈরী করা বাবদ এই টাকা বকেয়া পড়েছে।
সরকারি ঘোষণা অনুযায়ী, ৫০ কেজির বস্তা ভেঙ্গে ৩০ কেজির বস্তা বানাতে হবে। এর পারিশ্রমিক বাবদ প্রতি বস্তায় ধার্য করে দেওয়া হয়েছে ৬ টাকা। কিন্তু ২০১৫ সালের জুলাই মাস থেকে মার্চ ২০১৬ পর্যন্ত শ্রমিকদের পারিশ্রমিকের টাকা দেওয়া হচ্ছে না।
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন জানান, প্রতিমাসে ২৮শ' বস্তা চাল পাকেট করে থাকেন শ্রমিকরা। সে বাবদ তাদেরকে ১৬ হাজার ৮শ' টাকা মজুরি দেওয়ার কথা রয়েছে। কিন্তু বরাদ্দ না থাকায় ৯ মাসে দেড় লক্ষাধিক টাকা বকেয়া পড়েছে।
এ সম্পর্কে জেলা খাদ্য কর্মকর্তা মো. বাবুল হোসেন বলেন, শ্রমিকদের এই বকেয়া মজুরির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। এদিকে গুদাম শ্রমিকদের সর্দার মো. রফিকুল ইসলাম বলেন, চলতি এপ্রিল মাসের মধ্যে বকেয়াসহ মজুরি পরিশোধ না করলে তারা এই ভিজিডি চালের বস্তা প্রসেসিংয়ের কাজ বন্ধ করে দিবেন।
বিডি-প্রতিদিন/৯ এপ্রিল ২০১৬/শরীফ