ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ২শ' ৫১ কোটি ৯৪ লক্ষ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে । বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০১৬-১৭ অর্থ বর্ষের জন্য প্রণিত ২শ' ৮৩ কোটি ১৭ লক্ষ ৪১ হাজার টাকা চাহিদার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক ২শ' ৫১ কোটি ৯৪ লক্ষ টাকার টাকার সিলিং নির্ধারণ করে দেয়া হয়েছে।
গত রোববার বাকৃবিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৩শ' ৯তম অধিবেশনে এই বাজেট অনুমোদন করে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আলী আকবরের সভাপতিত্বে এই সিন্ডিকেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন মূল রিকাস্ট বাজেট এবং সংশোধিত রিকাস্ট বাজেট উপস্থাপন করেন।
সিন্ডিকেট সভায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন ছাড়াও শিক্ষা, গবেষণা, পর্যায়োন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিডি-প্রতিদিন/ ২৭ জুন, ২০১৬/ আফরোজ