বগুড়ার সদর উপজেলার বারপুরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ রাকিবুল হাসান ওরফে বাবু (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাকিবুল সদর উপজেলার পলাশবাড়ী দক্ষিণপাড়ার আকতার হোসেনের ছেলে।
এ সময় পুলিশ ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ১টি রামদা জব্ধ করে।
সোমবার জেলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার ( বি-সার্কেল) গাজিউর রহমান জানান, এ ঘটনায় আটক সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ জুন ২০১৬/হিমেল-১২