ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ লিটন হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার দিনগত রাতে তাকে আটক করা হয়। তিনি ওই উপজেলার বাদুরগাছা গ্রামের সাহেব আলীর ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, লিটন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন খবরের ভিত্তিতে বারবাজারে অভিযান চালিয়ে মাছের আড়ত থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯০ বোতল ফেনসিডিল ও ১০ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ জুন ১৬/ সালাহ উদ্দীন