খুলনার বটিয়াঘাটা উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহম্মদনগরের এ ঘটনা ঘটে।
আহত আশিকুর রহমান আশিক (৪০) উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জলমা ইউনিয়নের চেয়ারম্যান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লবণচরা থানার ওসি সরদার মো. মোশাররফ হোসেন জানান, রাতে মহম্মদনগরে বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন আশিক।এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথায় আঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৬/হিমেল-০১