ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ লিটন হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। সে উপজেলার বাদুরগাছা গ্রামের সাহেব আলীর ছেলে।
ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মোঃ মনির আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালীগঞ্জ উপজেলার বারবাজার মাছের আড়তে মাদক ব্যবসায়ী লিটন মাদকসহ অবস্থান করছে। এ সময় র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯০ বোতল ফেনসিডিল ও নগদ ১০ হাজার ৯৬৫ টাকাসহ তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৬/হিমেল-১৭